create your own banner at mybannermaker.com!

21 Mar 2013

বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির মৃত্যুতে আমরা গভীর শোকাহত


 
Bornill News: বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান বুধবার বাংলাদেশ সময় ৪:৪৭ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউনতাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর

জিল্লুর রহমান ২০০৯ সালে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেনগত শনিবার (৯ মার্চ) ছিল তার ৮৪তম জন্মদিন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিল্লুর রহমান ১৯২৯ সালের এই দিনে কিশোরগঞ্জের ভৈরব থানার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেনতিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের সামরিক শাসনবিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানসহ প্রতিটি গণ-আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছেন তিনি ১৯৭০ সালে তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য এবং ২০০৮ সালে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন২০০৯ সালে তিনি বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন

জিল্লুর রহমান ছিলেন এক ছেলে ও দুই মেয়ের জনক২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভী রহমান ছিলেন তাঁর স্ত্রী

মহামান্য রাষ্ট্রপতির মৃত্যুতে আমরা গভীর শোকাহত। মহামান্য রাষ্ট্রপতির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

উল্লেখ্য, যে বাংলাদেশ সংবিধানের ৫৪ ধারা অনুযায়ী স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এবং ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অবশ্যই হতে হবে। 

12 Jul 2012

HSC Result-2012 Will Be Published July 18, 2012

Bornill News: এইচএসসি ফল ১৮ জুলাই।

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল ১৮ জুলাই বুধবার একযোগে প্রকাশ করবে ১০ শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক ফাহিমা খাতুন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, " ঐদিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরীক্ষার ফল হস্তান্তর করা হবে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের সার্বিক বিষয় তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।"
উল্লেখ্য, গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে তা ২২ মে শেষ হয়। ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।
এবার মোট ৯ লাখ ২৬ হাজার ৮১৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ৪ লাখ ৯৬ হাজার ৩৯৫ জন ছাত্র এবং ৪ লাখ ৩০ হাজার ৪১৯ জন ছাত্রী।
সবার জন্য শুভ কামনা রইল। আশা করি, সবাই তাঁর প্রত্যাশিত ফলাফল অর্জন করবে।
ফলাফল জানতে ১৮ জুলাই এখানে ক্লিক করুন!

28 Jun 2012

We are Mournful for Premature Death of Chittagong for Natural Disaster


We are Mournful

Bornill News: We are mournful for premature death of people of Chittagong for natural disaster. The disaster death toll rises to 110 as 11 more bodies were recovered from the calamity-hit Cox's Bazaar and Chittagong districts till Thursday morning. Please, all of you should go foreword to help the disaster affected people. They need emergency help. The Govt. should go there rapidly with help which is needed for them. Rich people should come to help them for humane. Every people should help this wealth less and helpless people with their ability. People who have wealth those are requested to go foreword for helping disaster affected people. May Allah stale them in heaven. Amen.

7 Apr 2012

National University of Bangladesh has started Degree (Pass) Admission Process


Bornill News: National University has started the admission of Degree (Pass) session- 2011-12. You have to download admission form from website of Degree (Pass) of National University of Bangladesh. You have to contact with that college which college will you admitted. The admission of Degree (Pass) will be deadline May 10, 2012. For Higher Secondary Certificate (HSC) Examination some college will started admission process lately. You can get admission form in this website: Click Here! and you can e-mail for any problem of your admission in Degree (Pass) to National University of Bangladesh in this address: degree@nuadmission.com .
For further information:

Please visit: Click Here!

Mobile: 01731213223

1 Mar 2012

Honors Registration for the session of 2010-11

Bornill News: Recently, National University has sent registration card of 1st year honors session 2010-11 to every college for completing registration process. You have to registered by your college for final examination of 1st year honors 2010-11 session. You have to bring out two copy passport size photo of you with you. Then, you have to sign in registration card of NU. If there have mistake or fault in the registration card then you have to apply to correct your information though your college. You have to pay Tk200 for registration card correction. Sign on your registration card very carefully. So, Keep Hurry and check your registration card which was sent by NU to your college.

**If you want to know more information about this, Please contact with us.